গাউছে আজম পাক -জাতে খোদা নুরি,
ক্ষমা করো মোরে ক্ষমা করো-
দাও গো মোরে  দিদার তোমারি ।


তোমার কথা শুনতে সহস্র বছরের পথ দিয়ে পাড়ি-
যেতে ব্যাকুল সেই মজলিশে ,দিলের ভিতর তুমি তুমি
হয় যদি দয়া , করো পবিত্র মোর এ দেহ খানি ।


তোমার কদম পাকের ছোঁয়ায় যে ধুলি ধন্য হলো
সে ধুলো মেখে গায়, রাখিবো চোখে- মাথায়
দেখিতে যদি পাই তোমার নুরের ও বদন খানি ।


তোমার নেক দৃস্টি পড়ে যদি মোর সিনায়
মোর নয়ন দেখিবে সর্বদা তোমায় ,
রেখো মোরে তোমার চরন ধুলিরও তলায় ।


সাধ্য নাহি মোর  ,নাই যোগ্যতা আমারি ,
আশার পাখি আমি, ঠাঁই দাও মোরে
তোমার চরন ধুলি তলে করুনা করি ।