আমি ও আমার ভাই
মূল কিন্তু একটাই।
সাগরের জোয়ারে পানি
চলে আসে তীরে,
ভাটার টানে দেখি
তীরের পানি যায় শুকায়ে।
তীরের পানি যেখানে ছিলো
সেখানেই ফিরিয়ে গেলো,
মুলে কিন্তু সাগরের জল
সাগরে ফিরে গেলো।
.
মানবতা আজ কই?
ঝগড়া লেগেছে আজ ভাইয়ে ভাইয়ে
ও যে আমার ভাই, চিনতে পারিনি যে,
সকলের দোষ, ক্ষমা করে দাও-
বিভেদ ভুলে এক হয়ে যাও।


মূলে দেখি একখানে
যুদ্ধ করবো কার সনে।
গোপনে স্রস্টা হাসে না কাঁদে?
আরে ও তোর ভাই,
এক স্রস্টার সৃস্টি-
তবে কেনো অন্যের উপর ঝাপিয়ে পড়ি?
.
মানবতা হলো বড়,
জগতের সকল ধর্ম-
বলে ক্ষমা করতে শিখো,
মানবতা কে ই বড় ধর্ম  বলি লো।