সর্বোচ্চ উচ্চ্তায়, আল্লাহ থাকেন যেথায়
নিয়ে গেলেন নবি মোস্তফাকে আরশ মোয়াল্লায় ।


তোমরা বলনা যে নবী এসেছেন
আল্লাহ পাক তাকে নিয়ে যে গেছেন ।


দুই ধনুকের চেয়েও কম,
সুরা নজমে ফেলে দম-
দেখো পর্দা ছাড়া কোলাকুলি করে ।


একান্তে আল্লাহ অহি করেন
হযরত আলী কে মওলা মনোনীত করেন
বিদায় হজের ভাষণে নবীজী প্রকাশ করিলেন।


মওলা আলী -মা ফাতেমা হতে বংশ ধারা
জারি থাকিবে। ইহাই  রাসুলের বংশ ইমাম হবেন তাহারা ।


হাউজে কাউসারে মিলিত হবার আগে
কোরান ও নবী বংশ ছেড়ে যেওনা ,
নইলে পড়বে গোমরাহীর ফাদে ।