জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ,
বিদ্রোহী হলেও দিয়েছেন তারুণ্যের স্লোগান;
মহান সুফি তিনি গেয়েছেন লেটো গান।


দোয়েল মোদের জাতীয় পাখি,
সাদা কালোতে দেখতে ভারি;
আহার করে এখানে-ওখানে নাচি।


কাঠাল মোদের জাতীয় ফল,
খেলে বাড়ে গায়ের বল ;
খাওয়ার আগে হাতে নিবে তৈল।


সাদা শাপলা মোদের জাতীয় ফুল
পানির নীচে শাপলার মুল,
চট্টগ্রামে লাল শাপলাকে বলে অঁলাফুল ।


ইলিশ মোদের জাতীয় মাছ,
মারতে দেয়না সরকার বারো মাস;
মিঠা পানিতে হয়না ইলিশ চাষ।


জাতীয় পশু রয়েল বেংগল টাইগার,
রংগিন ডোরাকাটা দাগ গায়ে তার;
হিংস্র থাবায় করে প্রাণী শিকার।