রোহিণী নক্ষত্রের অধীনে অস্টমি তিথি,
করো মহা ধুমধাম, হয়ে উপবাসী।


বাসুদেব ও যশোদার কোলে এলো -
অস্টম সন্তান, কৃষ্ণ তাহার নাম.।


একে একে সাত অবতার পাঠালেন বিষনু
অস্টম অবতার যিনি হলেন,তিনি শ্রী কৃষ্ণ।


জন্মাস্টমী পালনে কত আটের খেলা
কোন আট থুয়ে কোন আট নিবে, ভাবো এবেলা।


অমন্ত ক্যালেন্ডারে শ্রাবণ মাসে তিনি এলেন
পূর্নিমন্ত কালেন্ডারে ভাদ্রপদ ধরেণ।


চন্দ্রচক্র যাই ধরো, রোহিণী নক্ষত্র দেখ
আনন্দ করো, কৃষ্ণ এলো বলে,
করো উপবাস, নিও প্রসাদ।