মাত্রা বৃত্ত ছন্দে(৫+৫+৫+২)


-আসাদুর


দৃস্টি তোমার নারীর দিকে
কামনা ভরা হলে,
হারাবে চক্ষু জল অভাবে
ছোটো বয়স কালে।


হোক যদিও বধু তোমার
তাকাবে শুধু প্রেমে,
কাম ভিড়লে যাবে তোমার
অকালে চোখ ক্ষয়ে।


নারী - রমণী মহামায়া সে
প্রেমের ডালি ভরে,
প্রেমের দামে দাম করিবে
কামনা যাবে দূরে।


কতো সাধক হারালো ধন
পেয়েছিলো যা ভাগ্যে,
ভুল করিলে নিস্তার নাই
মারা পড়িবে যোগ্যে।


প্রেম পিয়াসি নারীর জাতে
প্রেম সওদা করে,
ভুল করেও যেওনা তুমি
কাম বাজারে ক্রয়ে।