সুখের পায়রা দেয় না ধরা
দুখের সাগরে ভাসি একা,
শুন্য লোকালয় শূন্য সবই
এই জীবনে আপন হয়নি
যারা হবার ছিল ই।


একা আমি হয়তো ধরেছি তোমায়
সে দুখের সাগরে আরো ডোবায়,
এটাই হয়তো নিয়তি
নাইরে কেহ জগতে তোরে আপন করবি।
কত রাত চোখের কোনে
পানি টলটলে
এটাই বুঝি সুখ
তাই ভাগ্য বলে।


ভালোবাসা আছে তুমি আছো
অভিমান আছে তুমি হারিয়ে গিয়েছো
সুখের পায়রা সে তো
দুখ দিয়ে সুখ পেতো।

যেদিন আমি থাকব না
দুখ দিতে পারবে না,
দুখ দিতে না পারায়
ভুলিতে মোরে পারবে না।


নেই কেউ নেই
চারদিকে শূন্য
তারই মাঝে কখন যাব হারিয়ে
সেটাই গন্তব্য।


কি হারায়েছ তুমি জীবনে
বুঝবে ক্ষনিক কাল বাদে
আমি ছিলাম মানুষ
মানুষ হারালে,হয়ে বেহুঁশ।