যখন ছিলাম শিশু
নিতো সকলেই কোলে,
আমার ভিতর আছে এখন পশু
তাই তো দূরে থাকে সকলে।


সেই পশু কে করিতে পারলে  জবাই
হবে কোরবানির হক আদায়,
মনের পশু বড় পশু
কোরবানি দিতে হয় না হলে শিশু।


লোভ লালসা হিংসা ঘৃণা কাম ক্রোধে
আছি গো সদাই ডুবে,
আসাদুরের দিন রাত কাটে
জিহাদে আকবরে,
মুক্তির দেখা পাই না।


কাহাফের দিকে যাই এগিয়ে
ভাগ্যে থাকলে মুক্তি হবে
হেদায়েত ত আল্লাহর হাতে,
ধ্যান গুহার দিকে যাওয়াই আমার কাজ,
সংসারের থেকে ও মনে আমার বৈরাগী সাজ।