ভালো থেকো বলি যতো
দুঃশ্চিন্তা করে ততো,
হৃদয় ভেংগে গেলেও মুখে বলেনাতো ।


অশ্রুধারায় দিনমান গোণে
অসময়ে খাবার খায় -রাখে নিজেকে অযত্নে,
দিনপার করে আমার আসার ক্ষণ গুণে।


চাকরি ছেড়ে দিতে চায় মন,
ভালো লাগেনা একাকিক্ষণ-
ঈশ! কর্মক্ষেত্র যদি হয় পরিবর্তন ।


আমার উনি মা হতে যাচ্ছে,
সকলেই খুশি, দোয়া- দরুদ পড়ছে,
শুধু সে আর আমি কে কস্ট পীড়া দিচ্ছে ।


প্রতি সপ্তাহে কান্না থাকে জমা-
কত ব্যাথার মেঘ কেহ জানেনা,
একটু ভারি হলে ,অশ্রুধারা থামতে চায়না ।


দুইজন দুইখানে রাখিয়া
কি শান্তি পাও হে বিধাতা?
বান্দার কস্টে কি তোমার কস্ট হয় না?


নই নিরাশ , হতে  হতাশ করেছো মানা-
কস্টেরা দিনে দিনে মেলছে যে ডানা,
করো দু'জনের কস্টের অবসান,এই মোর প্রার্থনা ।