লুকোচুরি
-আসাদুর
.
নয়ন জোড়া তোরা দেখেছিছ? বলতো কেমন সে।
আগে জল দাও, শীতল করি নিজেদেরকে।
সুযোগ বুঝে তোরাও!   দিবো জল ঢেলে,
ওই হস্তদ্বয় জল দাও তুলে।
.
থাক থাক ঢের হয়েছে, আর দিওনা ঢেলে
শুনো সে রুপের কথা,বলবো হেলে দুলে।
নয়ন জোড়া ঘুরিয়ে ফিরিয়ে ওই যে বলা শুরু করলো,
মুগ্ধ হয়ে চাতক আমি(অন্তর) তা ফ্রেমে বেধে নিলো।
.
সেই ফ্রেমে বাধা ইতিহাস থেকে বলবো আমি
জীবন আছে যতদুর বলে যাবো ততোখানি।
সে ছিলো রুপের পেয়ালা
রুপ মহলে নাই বাতি উজালা,
কি বলবো সেই হিরা মতির কথা
দেখতে যেনো সর্ণবরণ আমারই চেহারা।
.
কে হেথায়? কে হেথায়?
নিজের প্রশ্ন নিজের কাছে ফিরে বলে হায় হায়-
নিজেকে চিনোনি তুমি?
চিনবো কেমনে এই অপরুপ আগে তো দেখেনি।
.


মুচকি হাসি লেগে মুখে
ওই যে বিদায় নিলে
দেখা দাও ওগো আমি
আমিতে লুকিয়ে আছো তুমি জগত স্বামী,
জেনে গেছি আজ আমি জেনে গেছি আমি।