আল্লাহ্ আল্লাহ্ ধ্বনি , হৃদপিন্ডে সদা জারি
বলেন বিজ্ঞানীরা গবেষণা করি,
সদা ডিব ডিব করে ঘুমায় না একটু খানি।


আল্লাহ্  রাব্বিল তৈরি করেন এই দিল
কাবাঘর তৈরি করেন নবী ইব্রাহিম খলিল
ভেবে দেখো মন কোনটা উত্তম মঞ্জিল।


মানুষের শাহ্- রগের চেয়েও নিকটে
থাকেন আল্লাহ্ আমরা রুপে
খূঁজে দেখি কোরআন পাকে তাহাই বলে।


মুমিনের জানের থেকে, আরো নিকটে
থাকেন মোহাম্মদ মোস্তফা নবী সঃ যে
নবী যেথায় থাকেন সেটা কে মদিনা বলে।


নবী কে হাজির - নাজির না মানিলে
সেতো মুমিন হতে কাটা পড়িবে
এই কথা গুলি কোরআন পাকে পাবে।


মানুষের চেয়ে নাইরে কিছু দামি
সোনার মানুষে আল্লাহ্ - রাসুল পাবি
মানুষের মনে কস্ট দিলে সব হারাবি।


প্রতিবেশী থাকে যদি অনাহারে
তারে ফেলে যাও যদিও কাবা ঘরে
লাভ হবে না, হবে টাকা নস্ট বৃথা সফরে।


সেই টাকায়, যে অনাহারী কে খাওয়ায়
বিজ্ঞ সেই জনায়, এই ধয়ায়
ধন্য তিনি, যিনি মানুষের হাসি ফোটায়।


ভুল বোঝ না মোরে ,যাবে ত কাবা ঘরে
আগে প্রতিবেশীর হক আদায় করে,
পাবে ফারদা একুল ওকুল দুই কুলে।