নৌকার মাঝির দুরদুর্শীতা নাই,
দুস্টু জনের হাতে বৈঠা
মন যা চায়, করে তাহাই।
.
সিদ্ধান্ত হলো শয়তানিদের সভায়,
দামি দামি সম্পদ মুসলিম কব্জায়
মুসলিম দমনের জন্য বের করো উপায়।
.
কেহ বলিলো সমূলে উতপাটন,
কেহ বলিলো শিশুরা আগামী প্রজন্ম
করিতে হবে তাদেরই নিধন।
.
বুদ্ধি তো মন্দ নয়
পরিকল্পনার ছক কষতে হয়,
করতে হবে ধীরে ধীরে শেষ, এক বারে নয়।
.
দুর্যোগে, নেতা তুমি হাত পাতো
জাতিসংঘ, দাজ্জালের কাছে,
আল্লাহর কাছে করেছো কি? মাথা নতো।.
.
শুনেচ্ছি দাজ্জালের কথা
আবির্ভাব হবে পৃথিবীতে,
সে বলবে তার কথা শুনলে,
রিজিক দিবো, রিজিক পাঠাবো সেথা।
.
জি- আট ভুক্ত দেশের হুকুমে
নেতা তুমি নতো হলে,
ত্রাণের আশায়, বিবেকটা বিকিয়ে এলে।
.
আজ মুসলিম জাতির যোগ্য নেতা,
খুঁজে পাওয়া তো দুষ্কর
তাই আজ মুসলিম নিধন যথা তথা।
.
মুসলিমের আগে, ওদের বলি মানব
মানবতার জন্য স্লোগান হোক,
কৌশলী হয়ে বলি,
মুসলিম নয়, নিধন হচ্ছে মানব।
.
বলা যায়না প্রতিবাদী সত্য কিছু,
নিশানা দানবের, মহিলা - শিশু
সাহসী যোগ্য মাঝি হাতে নিবে বৈঠা,
এই আশা নিয়ে লিখছি ঘাড় করে নীচু।