কুয়াশায় মোড়া চারিপাশ,অসচ্ছ হৃদয় আকাশ,
হতভাগ্যরা এমনি ,আছে শুধু স্বপ্নের হাতছানি -
দেখেনা রোদের আলো , মনে হয় সব কিছু অন্ধকার কালো ।
তিমিরের রাত্রি ,কবে হবে হবে সমাপ্তি ?


দাবানলে জ্বলছে স্বপ্ন বাগান, ধোঁয়াশায় মোর উপাখ্যান ,
জ্বলে জ্বলুক ,জ্বলছে এই বুক -
পুরে আংরা হবে যেইদিন , জ্বলবেনা আর কোনো দিন,
মিলনের স্মৃতি,দেবে মোরে মধুর তৃপ্তি ।


আশা ভরা বুক , স্বপ্ন দেখে! দেখুক -
বাঁচার জন্য বাঁচবেনা, ভুলিতে যেনো সে পারেনা ,
মহা মিলনের পথ যে বন্ধুর , পথের বাধা বড়ই নিস্ঠুর ,
অমানিশা মোর জীবনে , আসুক দিতে তৃপ্তি মোর উঠানে ।