কত কঠিন উপমায় উপমিত এই দেশ
সোনা ঝড়া,সোনায় মোড়া প্রিয় বাংলাদেশ ।


লক্ষ- কোটি  তাজা প্রাণ -
ভাসিয়ে দিলো রক্তের বান,
বানের স্রোতে লেখা এই উপাখ্যান,
প্রিয় বাংলাদেশ,জন্মভূমি সে ত মায়ের সমান ।


কত মায়ের বুকের ধন নিয়ে কেঁড়ে-
স্বাধীন হলো যে দেশ মানবতাকে ঘিরে,
মানবতা আজ কই? স্মৃতিই শুধু হাতরে ফিরে ,
অতীতে মোরা ছিলাম একতার শিখড়ে ।


ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে -
নিস্শব্দে ওস্ঠে ওঠ চেপে ।
হায় হায় এই দেশের তরে কি-
জীবন দিল অনায়াসে? এখন বুক চাপড়ে কি হবে ।


প্রিয় মাতৃভূমি হলো অপ্রিয় ভূমি-
যখন ভিনদেশিরা নিচ্ছে চুমি,
হাতে চূড়ি পড়ে আছে জনক-জননী,
চুপচাপ মোদের দেশ প্রেমিক সেনাবাহিনী।


হায়রে দেশ,হায়রে অভাগা মোরা
তবু ধৈর্য্য ধর ,এই হল বিধাতার ঈশারা।