মাচা করে লাগিয়েছে
শিম আর লাউ,
মাচা ছেড়ে লাউয়েরডগা
ঘরের চালে কেনো যাও?


দেখে পাড়া প্রতিবেশি
ছিঁড়ে নেয় সকলে আসি,
তবু গাছের ফলন বাড়ে
ফলানো হয় যাহা প্রতিবছরে।


মানুষকে খাওয়ালে
ফলন নাহি কমে,
তাদের দোয়ার ফলে
হয়তো বরকত আসতে পারে।


বিপদে হাঁক দিলে
পাশে দাঁড়ায় সকলে,
এমন প্রতিবেশী নিয়ে
সুখের গল্প যাবো শুনিয়ে।