সেজদা যেথায় দিবো


-আসাদুর
.


পৃথিবীর সকল স্থানে, তুমি সেজদা দিলে,
আল্লাহ্‌ কে তবু নাহি পেলে।
ইবাদতের উপহার, ফেরেস্তাগণের সরদার,
তুমি কি চাওনি? আল্লাহ্‌র দিদার।
.
যে ইবাদত করিলে,আল্লাহ্‌কে নাহি পেলে,
সেজদা তোমার জায়গা মতো পড়েনি, বুঝতে পারলে?
ফেরেস্তাকুলের সরদার হয়ে,
চলেছিলে দায়িত্বভার ঘারে নিয়ে।
.
আল্লাহ্‌কে সেজদা দেবার সুযোগ এলো বটে,
আযাযিলের কপালে তাহা নাহি জোটে।
আদমের দেহে রুহু ফুতকার করিলে,
তাহার সামনে মাথা নতো করিলে
সেই সেজদা আল্লাহ্‌ পাবে, ঘোষণা শুনিলে।
.
অহংবোধে আদম কে হেয় করে
ইবলিশে পরিণত হলে।
সে দিয়েছিলো সেজদা একা একা
পায়নি তো আল্লাহর দেখা,
ইতিহাস তাই বলে
ওরে মন ইবলিশের মতো সেজদায় জগতে মজিলে।
.
আমি সেই আল্লাহর ইবাদত করিনা,
যাকে আমি দেখিনা- মওলা আলী বলেন।
আদমের কাছে মাতা নতো কেনো করিবো, এই অহং ছেড়ে,
দয়া করে আদম ভজেন।
.
আছি এখন বনিয়াদি আদমে,
তালাশ করো মন, আদি আদম কে।
মনে বড়ো আশা, আল্লাহ কে সামনে
রেখে সেজদা দিবো তার পায়ে।
.
তফিস পাগলা বলে, সে কথা বলে না,
বলতে গেলে দূরে যায়, ইচ্ছা এখন একটাই,
কথা বলা চাই।