ভয় পাই, যখন দেখায় কেউ সম্মান
বাহ! সে তো আমাদের অহংকার
গ্রাম ছেড়ে হবে একদিন দেশের কর্ণধার,
উজ্জ্বল করিবে মা -বাবার মান।
.
মাধ্যমিকে যা দাগায়,কমন পরলো
ফাদার ল্যাহিড়ি তার নাম দিলো,
এই বর্ষ কমন না পড়ায়
চুতিয়া ল্যাহিড়ি বল্লো সভায়,
হারিয়েছে আজ অতীতের সন্মান।
.
সমাজ আজ তোলে মাথায়
কাল দেয় ফেলে নর্দমায়,
আত্মতুষ্টিতে ভোগার নেই সময়
নিজের জন্য করিবো,নিজেরই চেস্টায়।
২৩/৭/১৭