বনিইসরাইল ভাগ হলো
একে একে বাহাত্তর,
আখেরী নবীর উম্মত
ভাগ হবে তিয়াত্তর।


বাহাত্তরের দল জাহান্নামি
শুধুমাত্র একদল জান্নাতি,
আহলে বায়াতের তরী
সেই দল করো ভারী।


নুহু নবীর কিস্তির মতো
রাসুলের আহলে বায়াতের তরী
যিনি আছেন এর ওপর
তিনি পেয়েছেন নাজাতের খবর।


আমল দিয়ে জান্নাতে যাবে?
পুলসিরাতের আগে জিজ্ঞাসিত হবে
অন্তরে আলী আছে কিনা দেখো চেক করে।
আলীর মহব্বত না থাকলে পাঠাবে জাহান্নামে।


মুসা নবী তুর পাহাড়ে
মাত্র চল্লিশ দিনের তরে
উম্মতের দায়িত্ব দিলেন
ভাই হারুন আলাইহিস সালাম কে।


নবী পর্দা নিবেন যখন
উম্মতের হবে কি তখন
চাইলেন সাহায্যকারী মুসা নবীর মতন
আলীকে সাহায্যকারী রুপে খোদা দিলেন মনোনয়ন।


আলীকে শুয়ে রেখে নবী হিযরতে গেলেন
ওই দিন আলী দ্বীন কে বাঁচালেন
তাওহীদ ও রেসালাতের প্রথম সাক্ষী দিলেন
মওলা আলী ওই সাফা পাহাড়ে।


মওলা আলী সুলতানুল ওয়াজি
একথা পাই কোরআনে খু্ঁজি।
ইসলামের যত যুদ্ধের বীর
নাম পাবে একনাম্বারে আলীর।


নবী রাসুল হাদী এসেছেন যতো
সকলেই আল্লাহ পাকের মনোনীত
নবীর ওয়াসি আলী, এটাও আল্লাহর নির্দেশ মতো
আর বানালে খলিফা তোমাদের  মন মতো।


দ্বীন ইসলামে ফেরকা শুরু হলো
আল্লাহ তুমি হকের সাথে রাখো
খোদার মনোনয়ন ছেড়ে যে দিলো
তার ফতোয়া কি হবে, ওগো মোল্লা মুফতি বলো?