তোষামোদ করে সেই জন -
যাহার নেই ব্যাক্তিত্ব, রুচিশীল মন।


কাজের চেয়ে বেশি তৈল মর্দন -
এটা অযোগ্য লোকের আচরণ।


কাজ করে যাই ভাই -
পরিশ্রমের ফল হাতে নাতে পাই,
তোমাদের বলি ভাই -
তোষামোদ ছেড়ে কাজে মন দেয়া চাই।


কাহারে করিবে কুর্ণিশ?
ফরমায়েশে জ্বি জনাব বলে
করিবে তৈল মালিশ!


তোষামোদ মোর ধাতেতে নাই,
কাজ করে যাই,
কাজের মধ্যে মোরে তোমরা চিনিবে ভাই।