দেখিয়া অহি কেহ বাজায় বাঁশি
কেহ দৌড়ে পালায়,
সুরে সুরে এতো নড়ে না চড়ে না,
শরম পেয়ে বলে আরে এতো খেলনা।


পাহাড়ে উঠে কেহ হয়তো গেছে ফেলে
তাইতো ভয়ে কাছে যায়না,
আসল - নকল যে আজ ও চিনল না
সে ত মিথ্যার জালে বন্দি,মুক্ত হতে পারবে না।