কত বিচিত্র মানুষ আছে এই সমাজে,
কেহ ভালো কেহ মন্দ দুই কাতারে।


মানুষ সবাই ভালো, যদিও দেখতে হয় কালো,
মানুষ যদি অমানুষ হয় তবে উপায় কি বলো?


বাগানে ফুটিলো ফুল, নীচে থাকে কাঁটা
ফুল যদি পড়ে থাকে,পিষে দেয় হাঁটা।


অমানুষ হলো সমাজের বিষফোঁড়া
নিজেও পায়, অন্যকেও দেয় ব্যাথা।


বিষাক্ত সর্পের বিষ দাঁত ভাংগে সাপুরে,
সমাজকেও একই কাজ করিতে হয়, মাঝেমধ্যে।


করি উপকার, স্বার্থের খেয়াল নাহি করি আর,
তবেই খুলিবে সেবার দ্বার।


নিজ গান নাহি গাহি, গাহি অন্যের গান
তবেই ঘুরে ঘুরে আসবে মোর ও জয়গান।