সব কিছু ভাগ হয়ে যাচ্ছে
জল থেকে পানি
টুপি আর ফেজ টুপি
হলুদ সবুজ
টিকি দাড়ি নাড়ী কাছা
নামের বানান ,অখাদ্য কুখাদ্য
গরু শুকর ,এমন কি শূকরের
বাচ্ছাগুলিও ......।
ভাগ হয়ে যাচ্ছে নারী
সিঁদুর শাঁখা পলা বোরখা
আতর সেন্ট
খইনি গুটখা ,সিগারেট ...।
পদ্ম গোলাপ গাঁদা-
পাঞ্জাবি লুঙ্গি পায়জামা
তসবি কিম্বা রুদ্রাক্ষ মালা ...।
পোশাক দেখেই গিরগিটিরা
বুঝতে পারছে আপাদ মস্তক
আস্ত মানুষের পরিচয় ?
এত সোজা হয়ে গেছে সব ?
পঞ্চাশটি বসন্ত কেটে গেল-
তবু এখনও বুঝতে পারি না
মানুশ ঠিক কি কি কারণে
হাসে কিম্বা কাঁদে ?
কি কি কারণে তারা খাবার টেবিলে
একত্রিত হয় -?
হ্যাম্বারগারের ডিশে রসনা তৃপ্তির চেয়েও
ইলিশ খাবার থেকেও সুস্বাদু হয়ে ওঠে
দাঙ্গার আগুনে ঝলসানো তরতাজা কুমারীর লাশ?
আহা ! ভাগাভাগির ময়দানে -
এই দৃশ্যের কি কোন তুলনা হয় ?
এভাবেই রাজা আসে রাজা যায় -
মোসাহেব ভক্তরা চুল্লু খায়-
চিকেন রোস্ট আর রেশমি কাবাব।
দেশ থেকে দেশান্তরে একটাই নিয়ম
ভাগ করো আর খাও -
ভাগ করো আর খাও
সরল মানুষের কঙ্কাল ছাড়া ,তোমার
খাওয়ার আর কি কিছু অবশিষ্ট আছে ???