এ জীবন পাখির মত মুক্ত ডানায় আকাশ চেনার
এ জীবন নদীর মত পাহাড় থেকে নিচে নামার ,
এ জীবন মাছের মত স্রোতের বিপরীতে হাঁটার,


এ জীবন জলের মত সমতলে থাকার টানে
এ জীবন এগিয়ে চলার পাতাল থেকে আকাশ পানে,
এ জীবন ভরিয়ে রাখা না পাওয়া দূর সুরের টানে,


এ জীবন বজ্রপাতের আলোর নীচে পিছলান পথ
এ জীবন পাথর ভেঙে হৃদয় খোঁজার কঠিন শপথ
এ জীবন তোমার ভিতর আমাকে দেখার একরোখা মত।


এ জীবন প্রিয়ার চোখে চোখ রেখে রোজ পাগলপনা,
এ জীবন সকাল বিকাল ঝগড়া শেষে মধ্য রাতে যোগ সাধনা
এ জীবন ফুল ফসলের ছল ছলানো কাম বাসনা,


এ জীবন  সারাটা রাত  তারার সাথে গল্প শোনার
এ জীবন চাঁদের সাথে মিছে মায়ার কল্প কথার,
এ জীবন দিনের শেষে ,প্রিয়ার জন্য বৃষ্টি ঝরার।