আমার ইতিহাস নয়,পরিচয়কে মেনে নাও।
পাখিদের মত প্রতিটি  ভোরের ডানায় জাগে এক একটি দিনের কলরব -
দিনশেষে সন্ধ্যার কাকলি গাই
রাত্রি কাটে আধো জাগরণে--
তারপরেও যদি কোন ইতিহাস থাকে
তবে সে তো সুচতুর ব্যাধের গল্প...
হত্যা মৃত্য আর উচ্ছেদের সপক্ষে
কল্পিত সাংসারিক রূপকথা ?
এই যে একটু আগে ঈগলের কথা বলছিলে
পরক্ষনেই কাকেদের কথা তুললে
হয়ত এরপর তুমি বলবে,উড়ন্ত সাপের গল্প কিংবা তা থেকেও অদ্ভুত কোন নিশাচর পেচকের পূজা প্রাপ্তির সহিংস কাহিনী ....
ইতিহাস থেকেই তো তুমি অনন্ত যুদ্ধের কৌশল রচনা করো,যা সময়ের পুলসিরাতে এসে সংসারকে ফেলে দেয় নারকীয় আগুনের গভীরে ,
মানুষের পরিচয় মেনে নিতে তোমার ইতিহাস এত বাধা দেয় কেন ??