আমি তোমার প্রেমিক হতে পারি কি না,তার প্রমান জোগাড় করতে করতে গোটা জীবন তোমার দিকে তাকানোর সুযোগ হল না,


এখন নিশ্চয় আমার জন্য কোন আরামদায়ক কারাগার নির্মাণ করেছ তুমি??


ভাবছো ওখানে যাবার আতঙ্কে আমি বেঁচে থেকেও আবার হাজারবার মৃত্যর যন্ত্রণাকে ভয় পাবো,কিংবা সে যাতনা ভোগ করতে থাকবো...।
হয়ত ভাবছো ,আমি চলে গেলে আমার চোখের মণি
তোমার পায়ের ঝুমুর হয়ে
দিবারাত্র আনন্দের কল্লোলে
তোমাকে প্রমত্ত রাখবে ,
হয়ত ভাবছো -আমার প্রতিরোধ অতিক্রম করে তুমি এক অবাক যাদুগ্রস্ত নগরীর একছত্র সম্রাজ্ঞী হয়ে উঠবে ,


হ্যাঁ, হয়ত তাই...।
কিন্তু এটা কি জানো--
আমার বন্দিত্বের পর শুরু হবে তোমার পতনের নিঃশব্দ অগ্রগতি ।
বিরোধী ছাড়া তোমার উন্নতি মানে তো,অধঃপতনের উচ্চঃস্বর সহিংস কলরব!
যা কেউ শুনতে পাবে না ,
যা কেউ দেখতে পাবে না,
যা উপলব্ধি করার মত কেউ আর অবশিষ্ট থাকবে না  !


কেমন থাকবে তখন তুমি??
যখন আমি আর থাকব না ???