পিপাসু ধুলোর জন্য বৃষ্টি আসে
বেড়ে ওঠে ফসলের মাঠ ,
সোনালী ধানের গন্ধে আনন্দে ছুটে ফেরে
অবোধ শৈশব ......
ছন্নছাড়া দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত মেঠো চাঁদ
মেঘের আড়াল দিয়ে সরে যায় দূরে
নির্ঘুম রাত্রি কাটে ভোরের প্রতীক্ষায়-
কখন আবার খেতে বসবে সুখের পাখিরা, শেষ রাতে
ঠোঁট ফসকে পড়ে যাবে অবশিষ্ট পুষ্টির ঘ্রাণ !!


সতর্ক রোদের আড়াল দিয়ে এভাবেই পার হয়
অবোধ বুভুক্ষু শৈশব
আলোর আড়াল দিয়ে অনাহুত শিশুরা আসে রোজ
কুড়িয়ে নিয়ে যায় অদৃশ্য অমৃত সুরভি ।