ভাবো, তুমি যদি মানুষ হতে
আর মানুষকে বিশ্বাস করতে ...।


যারা মানুষ হয়েও মানুষকে
করে না বিশ্বাস ,তাদের দুপক্ষের কেউ একজন অমানুষ তো বটেই ,
এরপর থাকে জাতপাত, রাজনীতি ,দখলের সমূহ কৌশল
মনে করো...
তুমি কোন পুরুষ.....
আর তোমার বিপরীতে কোন নারী নিজেকে সাজিয়ে প্রতীক্ষারত ...।
ভাবো সে নারী কেবল তোমার জন্য..
তুমি কি প্রেম নিবেদনের পূর্বে ভাববে এই নারী কোন ধর্মের ??
তা যদি ভাবো, তবে তো তুমি পুরুষ নও..
মুক্ত নও
কিন্তু নারীরা জানে তাদের ধর্ম ঠিক কি ...!
সহ্যের সীমার ভিতর অভিযোগহীন
মানুষের প্রতিচ্ছবিকে যারা প্রেম ভেবে
নিজের মহল্লায় ডাকাতি করতে নেমে যায়,তাদের জন্য আক্ষেপ !!!
ধর্ম কখনো তাদের বাঁচাতে পারবে না,
সে ধর্ম নকল হলেও,
সে ধর্মের প্রভু রাজনীতির হলেও
সে ধর্ম স্বয়ং মৃত্য ফেরেস্তার হলেও..
কোন অত্যাচারী বাঁচবে না কোন নিরীহ প্রেমের নিতান্ত বোকামির মুখোমুখি,
কারণ প্রত্যেক প্রেমের অদৃশ্যে তো তুমি ,
যা কেউ জানে না,
আর জানতে পারবে না,কোনদিন।