কেবল একা আমি নই
গৃহবন্দী সকলেই
নিরাপত্তার নামে -
স্থবিরতার পাথর গড়িয়ে চলে,
কর্মহীন
       বুভুক্ষু দিন
              নিত্যনতুন অনাহার
এগিয়ে দেয় খাবার টেবিলে।


রাতের বিছানায় প্রতিদিন
বন্ধ্যা মেঘমালা
রুটির আভাস দিয়ে সরে যায়
মধ্যরাতের
       জানালায়
            বৃষ্টির ছলাকলা।
হত্যার নগরীতে তবু থেমে নেই
দাঙ্গার অনাচার
        খুন ধর্ষণ ,
                   লুট
তবু এই গভীর রাতে
মিছে কান্নার
            'মন কি বাত'
জিতে নিচ্ছে হাজার স্যালুট!