পরজন্ম মানিনা তবু সেইসব হায়েনারা ঘুরে ফিরে আসে-
হারিয়ে যায় হাঁস মুরগী গোয়ালের গরু ,নিখোঁজ হয়  কৃষানীর স্নেহের রাজহাঁস ...
পরজন্ম না মানলেও সেইসব শকুনেরা আসে-
তালের পাতায় বসে ঝিমায়
দেখে নেয় ঠিক আর কতক্ষণ পরে পিপাসার্ত গাভীর দল  পুঁতে যাবে চরের কাঁদায় ...
পরজন্ম মেনে নিলে কেউ কেউ নাকি মানুষ হতে পারে,
কেবল যারা একবার দেবতা হয়ে যায় আর কোনদিন কোনকালে  ফেরে না মানুষ হয়ে।