কুড়িটা বছর ধরে কেবল একটা পথ খুঁজে হয়রান হয়েছি,
কেউ বলেছে,যেদিকে যেতে মন চায় চলে যাও,মনই তো মূল ব্যাপার।
কেউ বলেছে,আমার দিকে এসো, পরকালিক স্বর্গের পথ দেখিয়ে দিতে পারি,
অথচ পরকালের পুরস্কার থাকলেও আমি তাতে প্রলুব্ধ হতে পারিনি ,বরং
এসব ছেড়ে পথের বাঁকে বারবার খুঁজেছি -
তোমার হাঁটার ভঙ্গিমা,
বাসন্তী বাতাসে তোমার অস্তিত্বের প্রগাঢ় সুরভির জন্য রাত্রি কেটেছে বন্য অন্ধকারে,
তোমার সান্নিধ্যের মোহময় লহমার লোভে কত যে বঙ্কিম ভঙ্গিমা অতিক্রম করেছি ,তা কোন গণকযন্ত্রে পরিমাপ করা সম্ভব নয়,
আর একারণেই ,আমার যাতনা আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিতে চায়,
আমার সমস্ত বিভ্রম ভেঙে জন্ম নিচ্ছে নতুন এক সুরেলা বদ্বীপ ,যা স্বর্গ নয় নরক নয়,
কেবল এক দূরবর্তী সমুদ্রের আলোকিত মাস্তুলে প্রজ্জ্বলিত প্রদীপের সম্মুখে- দন্ডায়মান ছায়ামূর্তির রহস্যময় হাসির মত
টলমল অশ্রু উৎসারী।
আমার অশ্রুই তবে কি আমার পথ হয়ে গেল ??
তা যদি হয়, তবে তো এবার নোনা জলে কিস্তি ভাসানোর পালা,
স্বর্গ নরক নিয়ে এখন আর কিই বা লাভ ক্ষতি ???