ভনভন মাছি উড়ছে নিস্প্রাণ তর্কের শহরে  
রসালো খাবার কিম্বা খবর, কিছু একটা চাই
দিন শেষে ক্লান্ত ডানা ,হৃদয়ের চরে-
অনাবিল সুনীল কোন শরৎ যদি পাই !


প্রগাড় কাশের বনে উদ্দাম বালকের মনে,
মুঠোতে বিদ্রোহ নিয়ে ঘরে ফিরব একা
নীরবেই সহ্য হবে কৈফিয়তের সাতকাহন
পরদিনও পথের মাঝে একা একা নদীতে চাঁদ দেখা।


বুকের ভিতরে বরফ, মাথা ভরা সোনালি উত্তাপ
প্রার্থনা শোনে না সে ,শামুকের মত পথ হাঁটা -
রঙিন আকাশ ভেঙে উড়ে আসে অনাচারী কাঁটা
অহর্নিশি জাগিয়ে রাখে কাব্যপ্রীতির নীল পাপ !