শাস্তি পাবার জন্য অপরাধ করা আবশ্যক নয়,কখনো কখনো অপরাধ প্রমাণিত হলে শাস্তি পাওয়া আবশ্যক হয়ে যায় বটে,!


গত বৈশাখে যেসব পাখিরা শিলা বৃষ্টিতে মারা গিয়েছিল,
গত শ্রাবণে যেসমস্ত ঘর ভেসে গিয়েছিল-
আমরা কেউ তাদের কোন অপরাধ খুঁজে পাইনি,
যেমন কোন গণহত্যার পিছনে কোন ঘাতক তার প্রভুর কোন অপরাধ দেখতে পায়না
আমিও তেমনি এক দুর্যোগের রাত্রিতে
কখন যে তোমার শহরের বিমূঢ় মেহমান হয়ে গিয়েছি  -বুঝতে পারিনি,
আর তারপর,এত বড় পৃথিবী থাকতেও
তোমার ঘর হয়ে উঠল আমার একমাত্র আশ্রয় ,
তোমার দেহ হয়ে উঠল আমার কর্ষণের একমাত্র উর্বরা মাটি...
আর তোমার প্রতিটি ভঙ্গিমা থেকে বেরিয়ে এল এক একটা প্রাণঘাতী যুদ্ধের চিৎকার!
গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ,!
স্বাধীনতার জন্য যুদ্ধ !
সন্ত্রাসের বিরুদ্ধে সমূহ যুদ্ধ ...!


এখন দ্যাখো সেই যুদ্ধের অমীমাংসিত প্রান্তর-
দেশপ্রেমের নামে --
ধর্ম আর নিরাপত্তার নামে -
স্বাধীনতা স্বৈরতন্ত্র উচ্ছেদের নামে -
ডানা ভাঙা শালিকের মত একপায়ে লাফিয়ে লাফিয়ে  মাটিতে ঠোকর মারছে ক্ষুধার্ত পৃথিবী--আহারের সন্ধানে --
মানুষ বিক্রি করছে মানুষের রক্ত মাংস
মানুষ মানুষকে পাঠিয়ে দিচ্ছে 'ডিটেনশন ক্যাম্পের' নরকে-
মানুষ মানুষকে বানিয়ে দিচ্ছে দেশদ্রোহী
মানুষ মানুষকে বানিয়ে দিচ্ছে শরণার্থী কিংবা অনুপ্রবেশকারী
শুষে নিচ্ছে জীবন জীবিকা
স্বাধীনতা ,যুথবদ্ধ জীবনের আঘ্রান...!
কি তাদের অপরাধ ???


তারা কি কোনদিন  এমন যুদ্ধের আয়োজন করতে পারবে যেদিন প্রমাণ হবে --
শাস্তি পাওয়ার জন্য কমপক্ষে একজন মানুষকে ন্যূনতম অপরাধ করতে হয়??