একদিন থেমে গেলো পৃথিবী
তখনও থেমে যাইনি আমি,
সময়টাও থেমে গেলো,
তখনও শুনছি আমার হৃদ্স্পন্দন
ধুক ধুক ট্রেনের মতো হুইসেল যেমন,
ভূমিকম্পের ধাক্কায় যেন
ভেঙে পড়ার আগে শহরের কম্পন |
খসে পড়েছে মানুষের চামড়া
ছোপ ছোপ চাপা দুঃখের কারুকাজ,
চাঁদটা মাটিতে নেমে,
আতংকিত ভয়ার্ত চেহেরায়, তখনও কপালে ভাঁজ
ওটা নাকি মরীচিকা আর পালকি থেকে পালিয়ে আসা
কোনো নববধূর বদলানো পুরোনো কাচের বিপন্ন সমাজ,
তবুও কেমন করে যেন দমটা
বের হয়েও হচ্ছেনা আজ,
তখনও বাজছে প্রাচীন গিটারের শংকিত আওয়াজ,
সব যেন আজ শেষ মুখ, ভিতরটা আর বিসর্জনের লাজ |
এক সময় মানুষও থেমে গেছে
থেমে গেছে জীবনটাও,
তখনও খড় কুটো আঁকড়ে ধরে, যদি পারো
হায়েনার সাথে যুদ্ধ করে জীবন বাঁচাও
যদি বেঁচে থাকতে পারো তবে চালিয়ে চাও নিজের সাথে
নিজের লড়াইটাও |
হয়তো ধ্বংস হবে পৃথিবী
ধ্বংস হবে সময়,
ধ্বংস হবে মানুষ,
ধ্বংস হবে জীবনটাও,
তবুও প্রকম্পিত কণ্ঠে আমার শ্লোগান,
যতক্ষণ এই পঁচা সমাজে বেঁচে থাকতে পারো
ততক্ষন তোমার বীরত্বের চালিয়ে যাও যুদ্ধটাও |
এই লড়াই সমাজ গড়ার
এই লড়াই মানুষ গড়বার,
এই লড়াই সময়কে জয় করবার,
এই লড়াই জীবনকে খুঁজে পাবার,
এগিয়ে যাও আস্তাকুঁড়ের জঞ্জাল গুলো দু'পায়ে মাড়িয়ে
তারপরও যদি মৃত্যু থেকে বেঁচে উঠো বার বার |
মানুষ পুড়ে, মন তো পুড়েনা
জীবন পুড়ে, সময় তো পুড়েনা
তারপরও এখন নাকি মানুষের চেয়ে স্বার্থের দাম বেশি
জ্বলে পুড়ে মরে হিংসারা, তবুও তীর-ধনুক ছুড়েনা
বিবেক আটকে পড়ে চার দেয়ালে
ঘুরাতে গিয়েও ঘুরেনা |
বিক্রি হয় মনুষত্ব
যেখানে মানুষ আর মন বড় নয়,
সবচেয়ে বড় লোভ, অন্যায় আর অর্থ বিত্ত
যেখানে সভ্যতার রস কেড়ে নিয়ে মানুষ সাজায়
জীবন্ত মানুষের শেষকৃত্য,
আর নাটক, মিথ্যে হাসি আর নিজের পাপ
যেখানে বলে আজ হবে সত্যের সাথে অসত্যের কলংকিত নৃত্য |
তারপর একদিন পাপীদের পাপ যাবে ধুয়ে
মঙ্গল বার্তারা তাল গাছের মতো একটু নুয়ে,
করে যাবে অহিংস অঙ্গীকার
যে জীবনের বিজয়ীর তার নেই ভয় পথ হারাবার ,
সে ফিরে আসে মাটির পৃথিবীতে বারবার,
গলায় পড়ে কিংবদন্তির মনিহার,
এ যেন মহাজীবনের মহত্যাগের জেগে উঠবার,
অহংকার |