মহাসমুদ্রের স্বপ্ন জাগানিয়া গর্জন
কিংবা প্রকৃতির দুরন্ত মন
স্বাধীনতার আবেগে কিংবদন্তি হয়ে উঠে যখন
ঠিক তখন
বঙ্গবন্ধু গর্বিত আমরা, তুমি আমাদের জাতির পিতা
তোমার মায়াবী হাতে ইতিহাস হয়েছে কালজয়ী আবর্তন
আর জীবন্ত মানসপটে আঁকা মানুষের জীবন
পেয়েছে একজন চিরচেনা আপনজন
তারপর শিহরণ কিংবা দেশপ্রেমের আলোড়ন
বিন্দু বিন্দু করে ঘটিয়েছে মহা অভ্যুথান
এখনো কান পেতে শুনি
মহাকাব্যিক ইতিহাসের প্রাণের আহবান
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
চমকিত হয় আবেগ
কিংবা দেশের জন্য তোমার রক্তক্ষরণের উদারতার মেঘ
তোমার উদাত্ত কন্ঠে বলেছো আমাদের
মহা অর্জনের জন্য দরকার মহত্যাগ |