আকাশ দেখি
তরঙ্গে ভেসে আসে সাজানো খবর,
কেউ বলে কিছু নেই
আর কেউ বলে ঐ খানে তোর দাদির কবর
যার মাতৃগর্ভে জন্মদাতার
মানস সরোবর |
মিটিং করে গুপ্তচরেরা
মুখোশের মুখ,
ভাবে এটাই জীবন, এটাই সুখ
হয়তো সেটাই মানসিকতার অসুখ |
কেউ যদি মিথ্যে পঁচাতে চায় আমায়
সেও পঁচবে তার কৃতকর্মের পাঠশালায়,
যেখানে মৌমাছি মধু ছেড়ে স্বপ্ন হারায়
কোনো এক দুর্গম গিরির পথে পা বাড়ায়
একটা আম যদি পঁচে যায়
পঁচে যাবে সবগুলো আম
ঘুচে যাবে গ্লানি
আর দুর্নাম |
কাউকে ভেবোনা দুর্বল
সবাইতো জীবন্ত লাশ,
যারা ধান চাষ শেষে নীলকরদের মতো
মানুষকে ভাবে বোকা কিংবা ক্রীতদাস
এটা তো কাব্যের কথা নয়
এটাই ইতিহাস,
যার গলায় পড়ার কথা
তার গলায় পড়বে ফেলে আসা পাপের সর্বনাশ
হয়তো বিশ্বাস কিংবা দীর্ঘশ্বাস |
কেমন যেন হয়ে যাচ্ছে সবাই
হাতে লাল নীল শরবত
আর প্রতিহিংসার জ্বালা,
যদি জ্বালাতে চাও অন্যকে সে আগুনে জ্বলবে
ঘূর্ণাবর্তের হীরা মতির মালা |
নিষ্পাপ আত্মাকে হাত দিয়ে ঘাটতে যেওনা
ঘটে যাবে মহাপ্রলয়,
যেখানে কাঁধে ঝুলবে অবিশ্বাস
আর কংকাবতীর অমঙ্গল,
একটা ছেঁড়া কাগজে যদি লেখা হয়
মানুষের বদনাম
বলতে পারো সেটা কত কঠিন হবে
হয়তো কিনতে গিয়েও মিলবে না তার দাম
কারণ যেখানে অপবাদ, অপপ্রচার আর অপমান
সেখানেই জীবন অমৃত সমান |
ঘুম থেকে চোখ উঠে বলে
দেখেছি একাত্তর
দেখেছি বঙ্গবন্ধুর কণ্ঠে কাব্যিক উচ্চারণ
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
দেখেছি পঁচাত্তর মোশতাক মীরজাফর
দেখেছি গ্রেনেড হামলা
মৃত্যুর মিছিল,
মানুষের আর্তনাদ
যদি মৃত্যু আসে তারপরও
আসে সত্যের পরাজয়
তবে লড়বে মানুষ ততক্ষন
যতক্ষণ আসবেনা মানুষের বিজয়
স্বাধীনতার পক্ষের শক্তির জয় |
দেখছি জীবন গড়ার স্বপ্ন
জননেত্রীর স্বপ্নের বাংলাদেশ,
বাঙালির স্বপ্নের প্রত্যয়,
সোনার বাংলার স্বপ্ন
দেখে যেতে চাই আমৃত্যু
যতক্ষণ বেঁচে আছে নিঃশ্বাস
আর নিজের প্রতি জেগে উঠার বিশ্বাস |
কলংকিত করবে যাকে বলে
ধরছো কাংগালের মতো জেদ
সেখান থেকেই হয়তো শুরু হবে
অভিশাপের যাত্রা আর স্বপ্ন যাত্রার
তীব্র প্রাণের আবেগ,
হয়তো দেখোনি সেখানে জমে আছে
বৃষ্টি ঝরানো একটুকরো মেঘ |