আলমারির উপরটাতে হাত দিতেই
কিছু ধুলো গড়িয়ে পড়লো মাটিতে,
আর পুরোনো ঝলসে যাওয়া একটুকরো কাগজের স্পর্শ
পেলো হাতে ছুঁয়ে যাওয়া কিছু কচি ঘাস,
সেখানে খুব যত্নে আদর করে লেখা ছিল
একটি কিংবদন্তি শব্দ "শুভ হে শুভ নববর্ষ" |
অনেকটা সময় দেখলাম গড়িয়ে গেছে জীবনের
যেখানে বাসা বেঁধেছে মাকড়সা আর পথ
হারিয়েছে মানবিক নির্ভরতা,
কপালে এসেছে ভাঁজ ভাঁজ করা দুর্লভ জড়তা,
কালো চুলগুলো হয়ে গেছে শালবনের মতো সাদা
আর খুব কষ্টে দেখলাম কাঁদছে মানুষ,
মানুষ নয়, যেন প্রাণহীন মানুষের আদর্শ
তবুও উচ্চকিত কণ্ঠে চিৎকার করতে চাই
বলে যেতে চাই, একটি জীবন্ত শব্দ "শুভ হে শুভ নববর্ষ" |
ফুলের যেন আর আগের মতো গন্ধ নেই,
মানুষের নাগর দোলায় চড়ার ছন্দ নেই,
মেলা নেই আর হার না মানা
সেই ইতিহাসের কানা মাছির খেলা নেই ,
পিঠে নেই, মিঠে কথা নেই
সম্মান নেই, সমাদর নেই
আছে শুধু দুখের আগুনে পোড়া খড় কুটোর ভস্ম
তবুও ইট পাথরের শহরে যান্ত্রিকতার অচলায়তন ভেঙে
বলতে চাই বলে যেতে চাই "শুভ হে শুভ নববর্ষ"|
হয়তো আজ যা সবার কাছে একটা
মজার দিন,
আমার কাছে সেটা তো জীবন
আর মনের সাথে স্মৃতির শ্রাবন,
তারপরও পুরোনো চোখেও আজ নিজের সাথে
নিজেকে বোঝার বিস্ময়কর হর্ষ,
তবু এক টুকরো রোদ্দুর স্বপ্ন নিয়ে
বলতে চাই, বলে যেতে চাই "শুভ হে শুভ নববর্ষ"|