মানুষ  যেদিন ভূমিষ্ঠ হয়
সেদিন থেকে তার
মৃত্যু গণনার সূত্রপাত
প্রতিদিন মৃত্যুকে খুব কাছাকাছি দেখি
সেখানে থাকে  আনন্দ, বেদনা
দ্রোহ-বিদ্রোহ, ঘাত-প্রতিঘাত
আবেগ, অভিমান, রাত-বিরাত |
একটু একটু বিন্দু বিন্দু করে
জীবন থেকে মৃত্যুর দিকে
যাত্রা মানুষের
তারপরও মায়াবী পৃথিবীর  
কষ্টে লুকানো মুখ হাসায় আমাদের
যদি স্বপ্নগুলো মাটি হয়ে আসে ফের  |
চলতে চলতে থেমে যাবো
একদিন
কখনো কখনো মানুষকে থামতে হয়
নতুনকে স্বাগত জানাতে  
এটাই পৃথিবীর নিয়ম
এটাই বিধির বিধান
যেখানে  মানুষের মায়াবী মুখ, ভালোবাসা
চাপা কান্না, অদৃশ্য অনুভূতি
প্রাচীন গিটারে  ধরে জীবনের গান  |
আমি কেউ নই
কিছু নই
সাধারণ একটা মানুষ  
খুব চেনা নই, অচেনা
তবু তারা হয়ে খোলা রাখি চোখ
আমাকে খুজোনা কখনো, আমি বিরাজিত
আমি তোমাদেরই লোক |
যেদিন চোখ বুজে আসবে
দমটা বন্ধ হয়ে যাবে ঝাপসা দুপুরে  
সবার চোখের আড়ালে
তখনও যদি মন থেকে ডাকো
আমাকে হয়তোবা পাবে মহাকালে |