পোড়া মন
তবু জীবন্ত জীবন,
যা প্রতিদিন দেখছে খোলা বারান্দার নগ্ন সত্যকে
আর বদলে যাওয়া মানুষের মন,
যারা বলেছিলো আমরা স্বার্থপর নই
কিনতে পারবেনা কেউ,
কিন্তু মানুষ তো আর মানুষ নেই
মনগুলো হয়ে গেছে কয়লার মতো ভস্ম
আর বজ্জাত বাহানার অনিয়ন্ত্রিত ঢেউ,
নিয়ন বাতির আলো হলকা বাতাসে বদলায়
যেমন স্বার্থের সময়কে বদলায় কেউ |
সবাই মানিক খোঁজে
আর টাকার মধু,
মুলোর মতো কেনা গোলামের চাকরি,
যেন লজ্জায় লাল গায়ের বধূ
কিন্তু চোখের সামনে যে সত্যটা নির্বাক তাকিয়ে
ঘুনে ধরা সমাজের জাপটে ধরেছে জরা জীর্ণ আঁচল,
সব শালা হারামজাদা মুনাফিকের দল,
সমতল কিংবা যন্ত্রের যন্ত্রনায় বিকল,
আর মজে যাওয়া অন্ধ খাদকের মতো অবিকল |
নেশা টানে মানুষ
মানুষ টানে নেশা
নিলামের দর উঠে, বড় বড় লোভী চোখ
নিজেই বেছে নেয় ক্রীতদাসের পেশা
যাদের সুড়ঙ্গ সংকীর্ণতার গা ঘেঁষা |
সময় নাকি বদলে গেছে
চাকচিক্য বেড়েছে প্রযুক্তির,
সভ্যতা বদলে গিয়ে বেড়ে উঠেছে ইট পাথরের,
দালান আর কারাগারের মতো কৃত্রিম প্রাচীর,
আর পচে গেছে মানুষ.
মানুষের মন
আগাছা বাসা বেঁধেছে মানুষের রক্তে
বিশ্বাসেও চিড়,
অস্থির,
আপন হয়েছে পর আর মানুষ স্বার্থের নগ্ন পদযাত্রায়
হয়ে গেছে আদিম যুগের প্রাণী,
নিজের খোঁড়া গর্তে আজ নিজেই পরাধীন
এটা তো প্রকৃতির বিচার,
কিংবা বিধাতার,
যাদের অভিশাপে স্বার্থের মানুষ
নেশার টানে বুদ্ হয়ে
হয়েছে ছারখার,
তবুও সাদা মন স্বপ্ন দেখে আবার
যদি ফিরে আসে মরা গাঙে পানি
আর পিছনে ফেলে আসা টলমলে জলের মতো
মানুষের আবদার;
তারপরও বলি, দাঁড়াও
কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বলি
আর নয় দাঁড়াও এবার বলছি
গগন বিদারী প্রকম্পিত কণ্ঠে
খবরদার,
মাদকের বিরুদ্ধে দাঁড়াও
মিথ্যের বিরুদ্ধে দাঁড়াও
দাঁড়াও আমার মুক্ত মনের স্বাধীনতা,
অবলুপ্ত ডাইনোসরের বিরুদ্ধে বার বার,
যেখানে সম্ভাবনা
আর মানুষের স্বার্থহীন মনের অহংকার
জেগে থাকবার,
খবর পাঠায় মহাশুন্যে
আর জীবনের অমিত শক্তি হয় জোরদার
আবার,
এই পৃথিবী স্বার্থের সংসার
যার যার, তার তার,
তবু মন চায় স্বার্থকে রুখে দাঁড়াবার
ফিরে পেতে চায় মানুষের অধিকার |