ক্ষুধার ঈশ্বরকে দেখেনি যে
সে ক্ষুধার যন্ত্রনা জানেনা
সে চিনে নিজের স্বার্থপর পেটকে
যেখানে ক্ষুধার্ত মানুষের অভিশাপ
তার দেহকে আগুনে পুড়িয়ে মারে  |
ক্ষুধার কান্নাকে দেখেনি যে
সে মানুষের রক্তকে চিবিয়ে খায়
নরখাদক জন্ম নেয় তার পেট থেকে
যেখানে প্রকৃতি বিচারক হয়
পাপ আর পাপীদের অপেক্ষায় থাকে
বুলেটবিদ্ধ বিবেক |
যে চোখ অন্ধ
সে চোখ তার নিজের পেটকে দেখে
মানুষ তার কাছে বাজারের পণ্য
সে নিজে বিক্রি হয়
ক্রীতদাস হয়
তারপর বুভুক্ষ মানুষের হাহাকার
তার মাংসপিন্ডের ব্যবচ্ছেদ করে |
আমি সেই মানুষ নামের
দৈত্যদের খুঁজছি
যারা নিজেদের মানুষ ভাবে
কিন্তু মনুষ্যত্বের গন্ধ
তাদের পচা দেহের মধ্যে
আর নেই |