আকাশের তারাগুলো খসে পড়ে
যন্ত্রণায় দগ্ধ হয় সমুদ্রের লোনাজল
দানবেরা নরকের মহাকালে
কুণ্ঠিত অবলুণ্ঠিত মানুষের
মানচিত্র নিয়ে মহাকাব্য লেখে
অতপর নেমে আসে নীরবতা
মহাপ্রলয়ের ধ্বনি কান পেতে শুনি
থমকে দাঁড়াই বিস্ময়ের ঘোরে।


দিন যায় শকুনিরা কাঁদে
গোত্রহীন ফেরিওয়ালার খোঁজে ।
তীব্র আলোয় থমকে যায় বৃষ্টির করুণা ধারা
দানবেরা জেগে ওঠে মৃত মানুষের মিছিলে।