হয়তো চলে যাবো একদিন
পৃথিবী ছেড়ে,
তবু রেখে যাবো এক ফোঁটা পদচিহ্ন
যেখানে রোদ উঠে প্রতিদিন,
সূর্যের আলো তবুও যেন বিকীর্ণ |
তপ্ত দেহ
বিক্ষুদ্ধ মন,
তবু জাগাবো সময়,
ভেঙে পড়া মানুষ,
দেশ কাল ভদ্রে মহা জীবনের যেথায় অভুত সূর্যোদয়
মহাবিশ্বের মহা ত্যাগের মহা বিস্ময়
ভঙ্গুর তবুও অক্ষয় |
তারপরও
মহাকাল যেখানে ভেসে যায় মহাস্রোতে,
সেদিন থাকবো দাঁড়িয়ে একমুঠো জীবন হাতে,
যদি দিতে পারি আবার ঘুরে দাঁড়ানো মানুষের সন্ধান,
যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে রহস্যাবৃত অমাবস্যার রাতে
মাটির পেয়ালাতে যেখানে চমক দেয় নিস্তব্ধতার আহবান,
তবুও কি শরীরের ইট পাথরে মিলবে
মহানায়কদের আত্মদান,
আর একটুকরো নির্বাক প্রাণ |
আজও খুঁজি অমরত্ব
আর এক পয়সার হাওয়াই মিঠাই,
রস মঞ্জরী আর রসমালাই
প্রকৃতি যেখানে মানুষ কাঁদায়,
আর ম্যাগনা কাটার ঘড়ির ঘন্টায়,
যেখানে মানুষ মানুষ হবে,
আর জীবন চিঠি পাবে আকাশের ঠিকানায়,
দুর্ভেদ্য গণিতের আস্তানায় |
তবু মরবার আগে দুহাত তুলে বলবো
আমি এসেছিলাম মানুষের মনের বারান্দায়,
আর দিয়ে যেতে চাই বিশুদ্ধ জীবনের
কুন্ঠিত অবগুন্ঠিত মায়াবী ইতিহাসের কিংবদন্তি অধ্যায় |
তবুও জীবনের কঠিন তপস্যায়
মুখ ভরা হাসি নিয়ে
বলতে চাই,
যে জীবন আমার নয় সে
জীবন তোমাকে আজ বিদায়
হয়তো কোনো
নতুন জীবনের অপেক্ষায় |