হয়তো ভাবতে পারো এখানেই শেষ
কিন্তু যেখানে শেষ, সেখান থেকেই তো জীবনের সূত্রপাত
কেউ জিতে হারে আর কেউ হেরেও বলে বাজিমাত
ঐ দূরের বাতাসে উড়া একটা ক্ষুদ্র ধুলিকণা
হয়তবা খোলা চোখে দেখা যায়না
যেমন দেখা যায়না মানুষের খন্ড খন্ড জীবন সেঁচা নদীর আয়না |
আমি কাঁদতে ভালোবাসি
কারণ কান্নারা আমায় শিখিয়েছে
জীবন মানে থেমে যাওয়া নয়, জীবন মানে কঠিন
সত্যের নির্মম যন্ত্রণার আমৃত্যু তপস্যা
যেখানে জমে থাকা ক্ষতগুলো উত্তপ্ত উনুনের মতো
এক নিমিষেই হয়ে যায় দগদগে ঘা
তখনও বৃষ্টির পানি বরফ জমা পাথর হয়
নির্বাক আমি, তবুও আদরে জড়িয়ে ধরে পা |
অনেক বেঈমান দেখেছি
বেঈমানদের হাট বাজার
ঘোমটার আড়ালে রাক্ষস আর বাইরে মুখটা যেন নিস্পাপ রাজার
এখনো পথ চলতেই দেখি
সবাইকে চিনতে পারে মনের ভিতরের অভুক্ত মন
হয়তো কান্নারা জ্বলন্ত আগুনে লোহার রড গলিয়ে তাদের দেখতে পায়
সারাক্ষণ, জন্ম থেকে জ্বলে পুড়ে যতক্ষণ বাঁচে ততক্ষন |
এখন মানুষ আবেগ বিক্রি করে
খুব বেশি সাধু সাজার চেষ্টা
হয়তো তাদের ভালো হবেনা শেষটা
একটার পর একটা অন্যায় নিচের মাটি থেকে কিনে এনে
নিজের জন্য সততা হয় আর অন্যের জন্য হয় অসহায় ক্ষয়
প্রতিদিন দেখি
পা চাটা কুত্তার মতো সারাদিন পূর্ব পশ্চিমে ঘেউ ঘেউ
আসেন বাহে জলদি আসেন তবুও কোথাও নেই কেউ |
যত ভাবি
ভাবনা ততো উড়ে
যেমন পৃথিবী সৌরমণ্ডলের চারপাশে বোকার মতো ঘুরে
এখন আর কিছুই দরকার নেই আমার
সব হারিয়ে মানুষ তো চিনেছি
এটাই ছিল দরকার
হয়তো অপেক্ষা করছে মৃত্যুপুরীতে শয়তানদের
অদেখা সম্ভাবনার দুর্লভ কোনো বিচার |