কষ্ট নেবে কষ্ট
নিজেকে হারিয়ে ফেলে খুঁজে ফেরার কষ্ট
বিবেক যেথা পথ হারিয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
ঘাম গড়ান রক্ত ঝরা দুঃখীজনের কষ্ট
জীবন যেথা পথ হারিয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
ছেঁড়া কাঁথায় শীত হারানোর হার না মানা কষ্ট
স্বপ্ন যেথা পথ হারিয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
মা হারানোর কষ্ট
কান্না ভেজা মায়া যেথায় হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
চেনা মানুষ পর যেখানে স্বার্থ উড়ায় কষ্ট
সত্য যেথা পথ হারিয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
দুই পয়সার হাওয়াই মিঠাই শৈশবেরই কষ্ট
ফেলে আসা স্মৃতি যেথা হয় পথভ্রষ্ট
কষ্ট নেবে কষ্ট
বাবার চোখে ছানি পড়া ঝাপসা দিনের কষ্ট
দুঃখে যাদের জীবন গড়া হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
বিলাসিতায় পথ হারানো অতি সুখের কষ্ট
সময় যেথা পথ হারিয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
আলতা পড়া নুপুর পায়ে বোনের চোখের কষ্ট
অনাহারে অপেক্ষারা হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
প্রেয়সীর ভালোবাসার পোড়া নদীর কষ্ট
মন যেথায় উদাস হয়ে হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
জ্বলন্ত আগুনে মানুষ খোঁজার কষ্ট
সব হারিয়ে পথ যেথা হয় পথভ্রষ্ট |
কষ্ট নেবে কষ্ট
লড়াই করে বেঁচে থাকা মানুষের কষ্ট
মৃত্যু যেথা হানা দেয় হয় পথভ্রষ্ট |
কষ্ট ভীষণ কষ্ট
নষ্ট মানুষ নষ্ট সময়
হয় পথভ্রষ্ট |