আমার বিস্তীর্ণ বিবেকের জলধারা
জলীয় বাষ্প হয় বিদ্রোহের তপ্তদহনে _
বিন্দু বিন্দু জমাট বাঁধা রক্তের মতো
তারপর আমার আত্মা অবগাহন করে
মানবজমিনে কোন চোখের বৃষ্টির আস্তিনে।
আমার ভেতরের কঙ্কালটা চাপাকান্নায়
মোচড় দিয়ে ওঠে _ পালাবার পথ খুঁজে
তার পর আস্তকুঁড়ে পড়ে থাকে এক বিকেল
নিবু নিবু আলোর বিড়ম্বিত আঁধারে।
আমি ডানা মেলতে চাই পারি না_
অবশেষে এই সমাজ বলে দেয়
ঠাঁই নেই তোমার আমাদের পৃথিবীতে।