বেকার বুঝো বেকার
যন্ত্রনায় কপাল পোড়া
বোঝা মা বাবার, হতাশার ডুব সাঁতারে জীবন ছারখার |
বেকার বুঝো বেকার
দ্বারে দ্বারে চাকরি খোঁজা অপমানে চোখ বোঁজা প্রতিপদে যার
সবাই বলে তোরি হবে, চর্চা দরকার
কিন্তু মশায় সবটাই ভাব আসল কথা
টাকার অংকে কেনা বেচা সোনার সংসার
হাল জামানায় চলছে অবাধ মেধার অবিচার |
বেকার বুঝো বেকার
মূল্যহীন মুলোর মতো ঝুলে থাকা ঘাড়
সবাই বলে জোকার শালা গাধা কোথাকার |
বেকার বুঝো বেকার
ধুঁকে ধুঁকে মরতে থাকা কষ্ট জমা যার
সমাজ বলে কান মলে
তোদের মতো অকর্মাদের দরকার নেই আর |
বেকার বুঝো বেকার
পায়ের জুতো ক্ষয়ে পড়া বিবর্ণ মুখ যার
পথে পথে লাথি গুতোয় রসিক গোপাল ভাড় |
বেকার বুঝো বেকার
আবেগ আছে, প্রেম আছে যৌবনটাও যার
বিয়ের বাজার ফকফকা রাত পোহালেই বাস্তবতা স্বপ্ন সংহার |
বেকার বুঝো বেকার
ঘর জামাই হয়ে থাকা ব্যক্তিত্ব যার
চুন থেকে পান খসলে নেই পথ পালাবার
কিন্তু আছে ঝাঁঝাঁ মরিচ বৌয়ের হুঙ্কার |
বেকার বুঝো বেকার
আমরা সেই বেকার
সুবিধাবাদীর যাঁতাকলে পিষ্ট জীবন যার
তবু বলি বলে চলি, অন্যায় নয় আর
পাপের সময় লাগাম ধরে থামা দরকার
ফাটিয়ে গলা মাটির তলা
বলি খবরদার
বন্ধ করো বঞ্চনা আর আমার অধিকার
দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঠকাবে কবার
জবাব এবার দিতেই হবে, নিস্তার নেই আর
এটাই এখন টাটকা খবর মোদের অঙ্গীকার |
কিন্তু তবু অন্ধকারে আশার পথ খোলি
মিষ্টি হেসে বিনয় মেশে
তারপরও বলি, বলেই আমি চলি
কিচ্ছু নেই আমার
বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার
চাকরি দরকার |