এখনো শুনতে পাই বারুদের গন্ধ


এখনো আমি বারুদের গন্ধ অনুভব করি,
এখনো আমি লাশের মিছিলে গ্রেনেডের আঘাতে ক্ষত বিক্ষত          
রক্ত মাংসের উপর জল্লাদের নগ্ন উল্লাস দেখি,
স্পিন্টারের যন্ত্রনায় দগ্ধ শব্দহীন মুখগুলি এখনো দেখি দুঃস্বপ্নের মতো;
ফেরাউন ইবলিশ রাবণের কথা কি  মনে আছে এখনো
নাকি ভুলে গেছো সেই মহাপ্রলয়ের দিন, বীভৎস চিৎকার?
হারানোর বেদনা ভারী হয় কম্পিত হয় খোদার আরশ
আর থেমে যাওয়া ইতিহাস মরচে ধরা কাগজকে কাছে টেনে বলে
বাঙালিরা  যেমন দেশপ্রেমিক হয় তেমনি ক্রীতদাসও  হতে পারে,
সব সম্ভবের দেশ যেন আজব চোখে চশমা লাগায়
বিশ্বাস ঘাতকরা তাই বার বার জন্মায়
বাংলাকে বানাতে চাই মৃত্যুপুরী মৃতদের শহর |


ঘাতকের গ্রেনেডের নির্মম  আঘাতে
জঙ্গিবাদ মাথা চাড়া দেয়,
নিস্তব্ধ করে দিতে চায় মাতৃভূমির অস্তিত্বকে
লাশের পরে লাশ আকাশ স্তম্ভিত   হয়
রক্তে ভেজা লাশের গন্ধে,
রক্ত মাটিতে লুটায়, ছোপ ছোপ লাল দাগ
সবুজ ঘাসের উপর ধিক্কার জানায়
সভ্যতাকে |
তপ্ত রক্তের মাটি দগ্ধ হয় আগুনে, পুড়ে হয় অংগার
আশা নিয়ে জীবন গড়েছিল যারা,
একটুকরো কাদামাটি মেখে তাদের মৃত্যুহীন প্রাণ
তুলে গগন বিদারী শ্লোগান
ওদের দেশ নেই কাল নেই পাত্র নেই
নেই কোন ধর্মের দোহাই
সন্ত্রাসই ওদের ধর্ম  ওরা জঙ্গিবাদী মানুষ মারা শয়তান |
ওদের নষ্ট মন ভেঙে দেয় সখিনার ঘর,
নবজাতকের কেড়ে নেয় জন্মের অধিকার,
পাষণ্ড ওরা, ওদের ফাঁসির দাবিতে রাজপথে এসেছি আজ
যে নারী স্বপ্ন দেখে লজ্জিত হয় নতুন  নগরে,
তাদের ভ্রান্ত করে কেড়ে নেয় সতীত্বের রাজমহল
সন্তান তাদের কাছে হয়ে যায় মরা লাশ;
ধর্ষিত  হয় ওরা জঙ্গিবাদীর রক্ত ঝরানো
নখের আচড়ে |
ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে নির্বাসিত করে
দুমড়ে মুচড়ে কেড়ে নিতে চায় স্বাধীনতার চেতনাকে,  
জ্ঞান পাপিদের আতসবাজির জলসাঘরে
মৌলবাদীর মরণ  কামড়ে  দংশিত  হয়
পদ্মা মেঘনা যমুনা;  
ইজ্জত হারায় নিষ্পাপ প্রাণেরা, যদি একটুকরো কাপড় খুঁজে
আঁকড়ে ধরে বাঁচানো যেত নিজের
লজ্জা কষ্ট আর বিবর্ণ রাত |
আজ বুলেটের আঘাত চলে ধর্মের নামে
পেট্রোল বোমার  পোড়া  মাটি নিয়ে শুকুনীরা
কেড়ে নিতে চায় স্বাধীনতাকে,
মরা লাশের নগ্ন খেলায় মেতে  উঠে
যত বজ্জাত হারামজাদার দল  
চড়া দামে বিক্রি হয় তারা অভিশপ্ত করে মাটি
স্বাধীনতা লজ্জিত হয়, অহংকার পথ  হারায় |
টগবগে  রক্ত তবু জেগে আছে আজো
জনতার মঞ্চে আজ উঠেছে   আওয়াজ  
ওদের ফাঁসি দিতে হবে, ওদের ফাঁসির দাবিতে এসেছি আজ  
কুকুরকে বুকে টেনে বলি তোরাই মানুষ
ওরা মানুষ নয় বিশ্বাস ঘাতক বেজন্মা বিদেশি প্রভুর ক্রীতদাস |
তারপর অপেক্ষা আর অপেক্ষা যদি ফিরে আসে সেইদিন
যেদিন বাঙালির ধমনীতে  বইবে অমর কাব্যের অবিনাশী গান
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম |