লোভে পড়ে আদিল সাহেব
    নামেন শেয়ার ব্যবসাতে
সকাল বিকাল ঘুরে বেড়ান
      চড়ে নতুন ভেসপাতে।
লক্ষ টাকার শেয়ার কিনে
যা লভ্যাংশ পান প্রতিদিনে
তা দিয়েই খরচ করেন
   বড় লোকের মত যে
কিনেন সোফা, রঙিন টিভি
আসবাবপত্র কত যে
কথার ভাবে যায় যে বোঝা
     আছেন তিনি সুখেতে
খালি এতি ওতি আড্ডা মারেন
        পান চিবান মুখেতে।
আদিল সাহেবের সূক্ষ্ম জ্ঞান
শেয়ার নিয়েই করেন ধ্যান
অল্প টাকায় শেয়ার কিনে
    বেশী দামে বিক্রি করে
অনেক টাকা আয় করেন
মাত্র কয়েক ঘন্টা পরে।
খানিক কাঁচা টাকা হাতে পেয়ে
              কাটান আরাম আয়েশে
জেলায় জেলায় ভ্রমণ করেন
               মনের যত খায়েসে।
অকারণে পয়সা উড়ান
গচ্ছিত সব অর্থ ফুরান
শেষে বউয়ের গয়নাও বিক্রি করে
        লাগান শেয়ার ব্যবসাতে
বিরাট ধনী হবার স্বপ্ন দেখেন
     ব্যবসা করে এক রাতে।
হঠাৎ দারুণ নামল যে ধস
             ঢাকার শেয়ার বাজারে
ক্ষতি শতকরা নব্বই হলে
     কয় টাকা হয় হাজারে ?
ক্ষতির হিসাব করতে ওরে
হঠাৎ প্রেসার ওঠল বেড়ে
বড়ি খেয়েও ঘুম আসে না
         লক্ষ টাকার চিন্তাতে,
এখন হার্টের রোগী হয়ে তিনি
    প্রলাপ বকেন দিনটাতে।