উনি নামের পরে নোক্তা করে লিখেন হিসেব কর্মকর্তা,
শুধু একটি দুটি হিসেব করেন বৎসরে গড়পড়তা।
এইছাড়া তার নেই কোন আর অফিসের কাজ-কর্ম,
তাই অকারণে পরের কাজে বৃথা করেন গলদঘর্ম।
সহজ কাজটাও জটিল করে বাধান শুধুই গণ্ডগোল,
কাজ থাকে না বলেই তিনি বাজান সদা পরের ঢোল।
কিযে জানেন কিযে বোঝেন আছে সবার সব জানা,
যেন অনেক কিছুই জানেন তিনি দেখান এমন ভাবখানা।
আজ এক যুগেরও বেশী সময় আছেন তিনি একখানেই,
তাই তো করেন বেশ মাতব্বরী অফিস জুড়ে সবখানেই।
এক কানা কড়িরও কাজ করেন না বলতে সে তো চাইনে,
তবু মাস গেলে পান ফাও শুধু যে লক্ষ টাকার মাইনে।
তিনি এছাড়াও পান ট্রেনিং সহ বাড়তি সুযোগ অঢেল,
কারণ তিনি ঠিক জায়গাতেই মালিশ করেন তেল।