তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ায়
                       দুই পায়া তিন বাঁদর,
দেখলে  ওদের  ভুলেও কভু
                       কেউ কর না আদর।
ওদের চেনা খুব সাধারণ–
দেখতে ছোট বড় মাঝারি ধরন
শেরেবাংলা নগর এলাকায়
বাঁদর তিনটি দেখা যায়।
একটি বাঁদর ভেঙচি কাটে
একটি কেবল লাফিয়ে হাঁটে
                     আর একটি ফিটফাট,
তিন বাঁদরে বাপের জোরে
                      দেখায় ভীষণ ডাঁট ।
তিন বাঁদরের ভিন্ন বাড়ি
কালোটা আরো দুষ্ট ভারি
জানি যখন তখন লম্ফ দিয়ে
                        মাথার  ’পরে ওঠে
ভয় পেয়ে সব নিরীহ মানুষ
                     এদিক ওদিক ছোটে।
হঠাৎ সেদিন তিন বাঁদরের
                         মরে গেল বাপ,
বাপের শোকে থমকে গেছে
                         কিছুটা লাফ ঝাঁপ,
তবু সুযোগ পেলে তিন বাঁদরে
ওঠবে আবার মাথার ’পরে
তখন আবার আগের মতই
                      কাঁদবে যে ভেউ ভেউ,
তাই সময় থাকতে বাঁদরগুলো
                     তাড়ায় না যে কেউ।