হাসি তোমায় পাইনি বলে আজো ভালবাসি,
তোমার জন্যই হলাম আমি সুখ সর্বনাশী !
            পাইনি বলে তোমার স্মৃতি
            হয়ে আছে নিত্য সাথী
তোমায় ছাড়া কূল হারা তাই অকূলে আজ ভাসি,
বুকে জ্বলে ব্যথার আগুন, মুখে তবু হাসি।
তোমায় কভু পাব না আর, সেও ভাল জানি,
চোখের তারায় হয়ে আছ তবু যে রাজরানী।
           তোমার চোখে স্বপ্ন-ছায়া
            আমার চোখে কাজল-মায়া,
তোমার ঠোঁটে হাসির রেখা,আমার চোখে পানি,
তুষের অনল দিয়ে পোড়া আমার হৃদয় খানি।
অতীত দিনের যত স্মৃতি বুকে তোলে ঝড়,
জীবন গাঙে ভাসে আমার ব্যথার বালু চর।
           ঘুমের ভানে থাকি রাতে
           ঘুম আসে না নয়ন পাতে
পাইনি বলে হাসি তোমায় ভাবি না তো পর,
মনের শোকে ঘর ছেড়েছি--- হয়ে যাযাবর।
এখন আমায় বন্ধু না হোক, শত্রু মনে কর,
চেয়েছিলাম বলে তোমায় ভাবছ এমনতরো।
           পাবার তরে হাত বাড়িয়ে
           থমকে হঠাৎ যাই দাঁড়িয়ে
সুখের গোলাপ তুলতে  গিয়ে ভয়েই জড়োসড়ো,
বিরহ জ্বালা  করেছে আজ আমায় হীনতরো।
আমার মনের রানী হয়ে নয়ন কোণে রও,
ধরা তোমার পাই না তবু মনের কথা কও।
            পাইনি বলে কিছুই আগে
            পাওয়ার সাধ যে আজো জাগে
চোখের তারায় আছ তবু দুখের সাথী নও,
স্মৃতি হয়ে বিরহ-ব্যথায় নয়ন ধারায় বও।
কোথায় আছ, কোন সুদূরে অচেনা কোন গাঁও,
সুদূর হতেই তবু যেন হৃদয় ছুঁয়ে যাও।
           পাইনি বলে তোমায় বঁধু
           বুকটা আমার করে ধু ধু
হই যে ব্যাকুল, যতই আরো নাইবা ফিরে চাও,
প্রেমের ঘাটে ভিড়তে যে চায় আজো মনের নাও।
স্মৃতি পটে দেখলে তোমায় কান্না ভুলে হাসি,
আলেয়ারে ধরতে যেন হঠাৎ ছুটে আসি।
          ধরতে গেলে যাও হারিয়ে
          থমকে হঠাৎ রই দাঁড়িয়ে
তখন মনে ভাসে অতীত স্মৃতি রাশি রাশি,
পাইনি বলে তোমায় হাসি, এতই ভালবাসি।